কবিতা-১, * শবই -ক্বদর *

**কবিতা**
*শবই -ক্বদর *

ভাবুক কবি,
মোঃ টুলু আলী গাজী
*******************
এলো রমজান সোজা করো মন মুমিন মুসলমান,
নিজ নফ্ছ কে আল্লার ওয়াস্তে দাও এবে কোরবান।
কখনো করোনা ছল ও চাতুরী মুখেতে বলোনা মিথ্যা,
করোনা হিংসা বিন্দু পরিমান দিওনা কাউকে ব্যাথা।
হিংসা, বিদ্বেষ ভুলে যা-ই সবে ওজনে দিওনা কম,
আল্লার খাঁটি মুমিন বান্দা হয়ে যাও একদম।
রমজান এলো রহমত মাস জানো হে মুসলমান,
এই মাসেতেই নাজিল হয়েছে আল্লাহর কোরান।
হেরার গুহায় ধ্যানে রয়েছেন আল্লার রাসূল নবী,
হৃদয় মানসে ভাসিছে আজিকে সেই দিনের সেই ছবি।
জিব্রাইল আসি বলেন মোহাম্মদ পড় তব প্রভূ নামে,
যেজন তোমায় করেছেন সৃজন নাম জপ দমে দমে।
ইকরা বিসমি খলাক হলো যে প্রথম আয়াত কোরান,
পড় হে তোমার প্রভুর নামেতে দিয়ে আপনার জবান।
শেষ দশ দিন বিজোড় রাতে তে মাস ছিল রমজান,
কোরান নাজিল করেন আমার আল্লাহ সোবহান।
খোদাকে পাইতে খোঁজ করো সবে শবে – ক্বদরের রাত,
করি ফরিয়াদ খোদার কাছেতে তুলে আজি দু’টি হাত।
আমার গোনাহ মাফ করো আজি ওহে খোদা দয়াময়,
বেহেশ নসীব করিও আল্লাহ আমার বাপ্ ও মায়।
ঘুমিয়েছে যারা কবর মাঝেতে মৃত ব্যাথিত প্রাণ,
সবার তরেতে জান্নাত দিও দিও সবে পরিত্রাণ।
মূর্খ আমি অতি গোনাগার বান্দা গোনার সীমা তো নাই,
তুমি আল্লাহ মাফ না করিলে কার কাছে আমি যাই।
তুমি তো আল্লাহ বলেছ তোমার কোরানের ঐ পাতায়,
গোনার কারণে বান্দা যখনি অশ্রুতে বুক ভাসায়।
হোক না গুনাহ যতই তাহার উহুদ পাহাড় সমান,
মাটিতে অশ্রু পড়ার আগেই মাফ করি রহমান।
নয়ন জলেতে ভাসিছি আজিকে ওগো খোদা দয়াময়,
মাফ করো আজি যতো গোনা মোর ক্বদরের ওছিলায়।
###

মন্তব্য করুন