কবিতা-১, বসন্তে মন মাতোয়ারা

বসন্তে মন মাতোয়ারা,

কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।

ঐ বসন্তের উল্লাসে মোর মন মাতোয়ারা
গাছের ডালে ককিল ডাকে যেন মন কাড়া।
রাখাল ছেলে বাঁশি বাজায় সুরের মূর্ছনায়
ঝাঁকে ঝাঁক পাখি উড়ে যায় নীল নীলিমায়।
ফাগুনে মেতে ওঠে দক্ষিণা পবনের বাতাসে
বিলিয়ে দিবো মন মোর ঐ হিমেল পরশে।

ঐ রাতের আঁধারে নক্ষত্র মালা সাজায় বাসর
মনে হয় ঐ চাঁদের আলোয় তাঁরাদের আসর।
ফুলের স্নিগ্ধ শোভন ছড়াবে মোর এই প্রাণে
বসন্ত নতুন সাজে অপরুপ ঐ মাঝিদের গানে।
ঐ ফুলে সাজানো আছে মোর কুটিরে অনুভবে।
জোসনা ভরা তারার মেলা ঐ আকাশ জুড়ে রবে।

মোর আকাশ কুসুম কল্পনা ঐ রং ধনুর রঙে
আলোকিত সুখ তাঁরা প্রদীপ জ্বালায় সঙ্গে।
আমি মুক্ত মনে উড়ে যাব ঐ আকাশ পানে
ঐ অবিরিত রজনী পোহায় পাখিদের গানে।
ভোরের আলো উঠেছে ফুটে ঐ মেঘের কোলে
আধো আলো ছায়াতে সূর্য উকি দেয় ডালে।

মন মোর উদাস আনন্দ হাঁসি খুশি খুনসুটি
এই পল্লীর সবুজ গাঁ যে সোনার চেয়ে খাঁটি।
ঐ স্মৃতিরা ডাকে মোরে অবিরাম দোলাচলে
মলিন হয় মনের আনন্দ অভিসারে কে বলে।
ঐ খাম্বা হীন নীল আকাশে আলো চিরকাল
নক্ষত্রের প্রদীপ জ্বলে আর নেভে অবিচল।

মন্তব্য করুন