কবিতা-স্বাধীনতা আমার অধিকার

ছাফাহা নুর তুনজি, বারৈয়ার হাট, বালিকা উচ্চ বিদ্যালয় মীরসরাই।

পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ নামে খ্যাত এই বাংলাদেশ।
বহুবার ভিজেছে হাজারো দেশ প্রেমির রক্তে আমার দেশ।
যার বিনিময়ে আমরা হলাম স্বাধীন।
স্বাধীন দেশের মানুষ হয়েও পাইনি কোন স্বাধীনতা। দেশের সর্বত্র জুড়ে ছিলো আরাজকতা।
ছিলো হিংসা, ছিলো নিঃসংশতা।
যার ফলে আমার বাংলার বীর সন্তানেরা ধরেছে হাতে স্বাধীনতার পতাকা। অন্যায়ের বিরুদ্ধে হয়েছে সোচ্চার, তাদের রক্তের বিনিময়ে আমরা হলাম স্বাধীন জাতি আবার।

মন্তব্য করুন