
ওমর ফারুক, সাতকানিয়া, চট্টগ্রাম।
রমজান মাসে মসজিদে,
কাতার বন্দী হয়ে মুসল্লী ছিল রে ভাই।
মসজিদে মুসল্লী দেখে অন্য,
মুসল্লিদের ও পরান ঠান্ডা হইয়া যায়।
এখন কেন রমজান মাসের মতো,
মসজিদে কাতার বন্দী হয়ে মুসল্লী নাই?
আপনারা কি কোথায় যেন হারিয়ে গেছো ভাই?
নাকি অবহেলায় কাটিয়ে দিচ্ছেন ভাই ।
তাহলে কেন আপনারা মসজিদে নাই?
রমজান মাসে মুসল্লি হয়ে মসজিদে ছিলেন ভাই, রমজানের শেষে নামাজের কি দরকার নাই?
তোমরা নামাজ না পড়ে,
কেমনে মুসলমান দাবি করো ভাই?
অন্য ধর্মের লোকেরা তো নামাজ পড়ে নারে ভাই।
তাদের ধর্মের সাথে তোমাদের কার্যক্রম কেমনে মিলে গেল রে ভাই।
তারমানে তোমরা এখনো মুসলমান হতে পারো নাই।
আমরা সবাই যদি মুসলমান হতে চাই,
পাঁচ ওয়াক্ত নামাজে যেন কাতার বন্দী হইয়া দাঁড়াই এটাই মহান রবের বাণী ভাই।