
কলমে: শফিকুল ইসলাম
তাং–২৭-০৯-২০২৪ ইং
কন্যা হলো পিতা-মাতার
নাড়ি-ছেড়া ধন,
কন্যা দাতা এ ধরাতে
বড়-মহাজন।
জন্ম থেকে বুকে আগলে
করিয়া যত্ন,
পিতার কাছে কন্যা হলো
অমূল্য রত্ন।
মায়ের মতোই বরাবরি
মা,মা করে ডাকি,
কি বাবা জবাবের সুখ
কোথায় বলো রাখি।
পরিশেষে বধূর বেশে
পরের বাড়ী যান,
কলিজা ছিড়িয়া দিয়ে
কন্যা করে দান।