কবিতা :- বিষাক্ত নারী

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
শশারকান্দা, শাল্লা, সুনামগঞ্জ

এই সমাজে আছে কিছু
বিষাক্ত নারী ভাই,
চলনভঙ্গি তাদের বহুরূপী
ধরা নাহি যায়।

পেয়েছে যেজন জীবনে একবার
এমন নারীর ধর্ষণ,
নারীর বিষে অভিশপ্ত হয়ে
ধ্বংস হয় তার জীবন।

শাপের বিষের হয় চিকিৎসা
নারীর বিষে হয় জিন্দা লাশ,
জীবন যুদ্ধের মাঠে করে
দুঃখ নামের চাষ।

নরের জীবন দুঃখের স্রোতে
ভাসে অভিরল,
স্বার্থ লোভী বিষাক্ত নারী
দিয়ে যায় ছুবল।

নারীর বিষে বিষাক্ত জাকির
ভাসে চোখের জলে,
সোনার জীবন হইলো কয়লা
নারীর ছুবলে।

কিছু নারী মহীয়সী
হয় যে গর্বের কারন,
সেই নারী সমাজের অহংকার
গর্বিত নরের জীবন।

মন্তব্য করুন