
তাসকারাতুল মাওয়া
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, মীরসরাই।
কোটা আন্দোলন, ছাত্রদের শপথ,
রক্তে মেশানো, এক সংগ্রামের পথ।
৫ ই আগষ্ট রক্তে মাখা পৃষ্ঠা,
শহীদদের ত্যাগে ইতিহাসটা লিখা।
এটি ৫২ নয়,৭১ নয়
এটি ২৪ এর সংগ্রাম।
দেখিনি ত্রিশ লক্ষ শহীদের দান,
দেখেচি আবু সাইদ, মীর মুগ্ধের বলিদান।
৫২ এ ভাষা আন্দোলন,২৪ এ কোটা,
৭১ এর যুদ্ধ, ২৪এর মুগ্ধ।
৫২ দেখেছি ইতিহাসের পাতায়,
২৪ দেখেছি ৩৬ জুলাই।
রক্তের চিহ্ন যেন ছুয়েছে মাটি,
তুলেছে যেন প্রতিবাদি সূর্য -খাঁটি।
তুমি কে? আমি কে?
রাজাকার রাজাকার।
কে বলেছে? কে বলেছে?
স্বৈরাচার স্বৈরাচার।
মারবি যত মরবো তত
এই ফাগুনে দ্বিগুণ হবো।
তুমি কে? আমি কে? বাংলাদেশী বাংলাদেশী।
বুকের রক্তে গড়েছি গড়বো
নতুন বাংলাদেশ।