কবিতা:-কলম ধরেছি অস্ত্ররূপে

কলমে:-এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

আমি কলম যুদ্ধের মাঠে –
জীবন বাজি রেখে,
লিখে যাই দূর্বার।
আমার কলমকে রুখতে পারে
এমন সাধ্য আছে কার?

আমি কলমের ভাষায় –
লিখে যাই অভিরল,
দেশ এবং জাতির কথা।
দেশদ্রোহী যারা-
তারাই করতে পারে,
আমার লেখার প্রতিদ্বন্দ্বিতা।

আমি লেখনির যুদ্ধে আল্লাহ ছাড়া
কাওকে নাহি করি ভয়,
আমি দূর্নীতির বিরুদ্ধে সর্বদায় সোচ্চার
আনতে সত্যের জয়।

বাঁধা যদি আসে কভুও –
কলম যুদ্ধের মাঠে,
পাহাড় সমুদ্র সমপরিমাণ।
সেই কলম তখন
আগ্নে অস্ত্র হয়ে,
ভেঙ্গে দেবে সকল বাঁধা
উড়াবে বিজয় নিশান।

আমি সত্য ন্যায়ের শিখলে
বেঁধেছি নিজেকে-
মিথ্যার বিরুদ্ধে রুখতে,
কলম ধরেছি অস্ত্ররূপে
দূর্নীতিকে উম্মোচন করতে।

আমি কলম ধরেছি খুঁজিনি স্বার্থ
করিনি কভুও নত শীর,
আদর্শিত জীবনে রয়েছে রাসুল (সাঃ)
আমি হলাম মুসলিম বীর।

মন্তব্য করুন