কবিতা-আলগা পিরিতি

তাছলিমা আক্তার মুক্তা
লেখক-

তোর এখন কি যায় আসে
আমি মরে গেলে,
ভাবলেনা একবারও তুই
ছেড়ে যখন গেলে।

আলগা পিরিত সবাই করে
বিপদ এলে যায় ছেড়ে,
সুখের আশা দিয়ে দিয়ে
দুঃখ গুলো যায় ফেলে।

আমিও এখন মন জেনেছি
চিনেছি হরেক মানুষ,
ভালোবাসার মানুষরা সবাই
স্বার্থ করে খুঁজ ।

মিষ্টি কথায় কান পাতিনা
বুঝে শোনে হাঁটি,
আলগা পিরিতি ভুলতে এখন
বেঁধেছি আটি শাটি।

ডেটল দিয়ে হাত ধুয়েছি
মন ধুয়েছি ক্ষারে,
মনের মাঝে কবর দিয়েছি
ভালোবাসতাম যারে।

একলা একা ভালোই আছি
কবিতায় দিয়েছি মন,
উপন্যাসের পাতায় পাতায়
আমার বিচরণ ।

ছোট গল্পে প্রেম করছি
ছড়ায় খুঁজেছি সুখ,
রাতের কান্না ভুলে এখন
আশায় বেঁধেছি বুক।

মন্তব্য করুন