
খবর ডেস্ক :
চাঁদপুরের কচুয়ায় কমিউনিটি পুলিশিং এর রাত্রীকালীন গ্রাম পাহারা দলের সদস্যদের সহায়তা ২টি অটোরিক্সাসহ মহসিন হোসেন নামের ১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা নিন্দপুর গ্রামের চৌরাস্তা এলাকায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত মহসিন দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামিল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি,মতলব উত্তর ও কচুয়া থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান।