কক্সবাজার হোটেল ব্যবসার আড়ালে অস্ত্র চোরাচালান মেরিন ইকো রিসোর্ট মালিকসহ আটক-২

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারে হোটেল ব্যবসার আড়ালে চলছে অবৈধ অস্ত্র কারবার। কক্সবাজারস্থ র‍্যাব–১৫ এর একটি দল বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে শহরের ১টি হোটেলে এবং সদর উপজেলার পিএমখালীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও আধুনিক সংস্করণের একটি থ্রি নট থ্রি রাইফেলসহ ২জন অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে গুলি, নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয়।

শহরের পর্যটন জোনের কলাতলীর মেরিন ইকো রিসোর্ট ও সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকায় অভিযান চালিয়ে এই ২ অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব–১৫ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জামিলুর রহমান।

তিনি বলেন, আটক ব্যক্তিরা আবাসিক হোটেল ব্যবসার আড়ালে অস্ত্র ও মাদক বেচাকেনায় জড়িত। এর আগেও তারা একাধিকবার মাদক নিয়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছে। আটকরা হল– কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী গ্রামের হুমায়ুন কবির (৩০) ও কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা কাজী জাফর সাদেক রাজু (৪০)। গতকাল ২৬জুন, বুধবার দুপুরে র‍্যাব–১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক জানান, গোপন সংবাদ পেয়ে র‍্যাবের ১টি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী গ্রামে অভিযান চালিয়ে হুমায়ুন কবির নামে ১ যুবককে আটক করে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

পরে এই যুবকের স্বীকারোক্তি মতে, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মেরিন ইকো রিসোর্ট নামে ১টি হোটেলে অভিযান চালিয়ে হোটেলের মালিক কাজী জাফর সাদেক রাজুকে আটক করে র‍্যাব। এসময় রাজুর ব্যক্তিগত রুম থেকে ১টি মডিফাইড থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করা হয়।

জামিলুল হক জানান, আটক ২জন দীর্ঘদিন ধরে দেশি–বিদেশি অস্ত্র বেচাকেনায় জড়িত। তারা চট্টগ্রাম ক কক্সবাজার ও খাগড়াছড়ি কেন্দ্রীক ১টি অস্ত্র চোরাচালান চক্রের সদস্য। খাগড়াছড়ি সীমান্ত থেকে দেশি–বিদেশি অস্ত্র এনে তারা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে।

র‍্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, অস্ত্র ২টি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করার জন্য আনা হয়েছিল। আটক রাজু কঙবাজার শহরের বাহারছড়া এলাকার ধনাঢ্য পরিবারের সন্তান এবং হোটেল ব্যবসার আড়ালে অস্ত্র এবং ইয়াবা কারবারে জড়িত। ইতিপূর্বেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ইয়াবা ও অস্ত্রসহ রাজু একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

মন্তব্য করুন