কক্সবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল আহমেদ পেয়ার এর যোগদান

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কক্সবাজার

খবর ডেস্ক : কক্সবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল আহমেদ পেয়ার এর যোগদান উপলক্ষে গত ০৯ ডিসেম্বর, সোমবার ২০২৪ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন কক্সবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মুহাম্মদ রহমত উল্লাহ মহোদয়।

এসময় পুলিশ সুপার মহোদয় নব-যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল’কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং সেবার ব্রত নিয়ে দেশ ও জনগণের কল্যাণে আরো অধিক পরিসরে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এসময় জনাব মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপস্, কক্সবাজার, জনাব নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কক্সবাজার, জনাব অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন