
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার শহরে ৭ বছর বয়সী ১ শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তৌহিদ নামে ১ যুবককে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার সকালে অভিযুক্ত তৌহিদকে শহরের ডিসি পাহাড় এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত ধর্ষক ঈদগাঁও উপজেলার নতুন মহাল এলাকার বাসিন্দা। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, চাকরির সুবাদে ৫ বছর ধরে অভিযুক্ত তৌহিদ ডিসি পাহাড় এলাকায় ভাড়া থাকতো। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ডিসি পাহাড় এলাকায় ওই শিশুকে ধর্ষণ করে তৌহিদ। চিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।
এদিকে জনতার হাতে অবরুদ্ধ থাকা অবস্থায় অভিযুক্ত তৌহিদ সংবাদ মাধ্যমের কাছে অকপটে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করে নিজের শাস্তি দাবি করেছে। ওসি জানিয়েছেন, শিশুটি কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত তৌহিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।আ