
খবর ডেস্ক :
প্রায় দেড়মাস পর বিজয় দিবসের ছুটির সাথে সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার এখন লোকে লোকারণ্য। হোটেল মোটেলসহ সাগর সৈকতে এখন জমজমাট অবস্থা। ভর পর্যটন মৌসুম হলেও নভেম্বরের শুরু থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত বিরোধী দলের হরতাল অবরোধে মহামন্দা গেছে পর্যটনে।
বিজয় দিবসের ছুটিতে ব্যাপক পর্যটক সমাগমে কক্সবাজারের হোটেল-মোটেল, কিটকট ব্যবসায়ীসহ মহাখুশি পর্যটন ব্যবসায়ীরা।
দেড় মাস পর আজ দুপুরে সৈকতে দেখা গেছে, লাখো পর্যটকে ভরপুর বিস্তীর্ণ সৈকত। লাবনী পয়েন্ট, কলাতলীতে ও হিমছড়ি এবং ইনানীতেও দেখা গেছে একই অবস্থা।
ঢাকা থেকে আগত সমির দাশ জানান, তিনি প্রতিবছর নভেম্বর ডিসেম্বরে কক্সবাজার ভ্রমণ করে থাকেন। তবে বিরোধী দলের কর্মসূচীর কারণে এত দিন আসতে পারেননি।
একই কথা বলেছেন, আজিজ নামের এক ব্যবসায়ী। দীর্ঘদিনের স্বপ্ন ছিল ট্রেইনে কক্সবাজার আসার। এবার তিনি স্বপরিবারে ট্রেইনে করে কক্সবাজার এসে স্বপ্ন পুরন করেছেন।
এ প্রসঙ্গে বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা ও হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার বলেন, বরোধী দলের কর্মসূচীর কারণে পর্যটনে ব্যাপক মন্দা গেছে। তবে বিজয় দিবসের ছুটিতে আশানুরূপ পর্যটকে তারা খুশি।
টুরিস্ট পুলিশের একজন কর্মকর্তা জানান, পর্যটন স্পটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্তানে রয়েছে টুরিস্ট পুলিশ।