কক্সবাজারে বিজয়ী যারা : কমল, আশেক, শাহীন ও জে. ইব্রাহীম এমপি নির্বাচিত

খবর ডেস্ক :
কক্সবাজারে ৪টি নির্বাচনী আসনে ৩জন পুরাতন এবং ১জন নতুন মুখ এমপি নির্বাচিত হয়েছেন।

বিরোধি দলের হরতাল ও বর্জনের মধ্য দিয়ে রোববার অনুষ্ঠিত নির্বাচনে কক্সবাজার -২, মহেশখালী-কুতুবদিয়া আসনে আশেকুল্লাহ রফিক, কক্সবাজার-৩, সদর-রামু আসনে সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনে শাহীন চৌধুরী বেসরকারীভাবে আবারো এমপি নির্বাচিত হয়েছেন। তারা ৩জনই বর্তমান এমপি।

এরমধ্যে সাইমুম সরওয়ার কমল ও আশেকুল্লাহ রফিক তৃতীয়বার এবং শাহীন চৌধুরী ২য় বার এমপি নির্বাচিত হলেন।

এছাড়া কক্সবাজার-১, চকরিয়া-পেকুয়া আসনে কল্যাণ পার্টির মেজর জে. অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

এ আসনে আ. লীগের দাপুটে নেতা দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জাফর আলমকে পরাজিত করে তিনি এমপি নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন