ওয়াম-আপ ফুটবল ম্যাচে সিনিয়র টিম জয়ী

ক্রীড়া ডেস্ক: ১৫ আগষ্ট চট্টগ্রাম মহানগরীর ইপিজেডের দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিয়মিত অনুশীলন ও ওয়াম -আপ ম্যাচ বৃহস্পতিবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে একাডেমির সিনিয়র (১৭) অনুর্ধ্ব টিম ৩-১ গোলে জুনিয়র অনুর্ধ্ব -১৪টিম কে হারিয়েছে।
সিনিয়র টিমের পক্ষে আরিফ২টি, আলফি ১ এবং পরাজিত জুনিয়র টিমের মোঃ লাবিব গোল দিয়ে এগিয়ে যেতে সাহায্য করেও টিম কে বাঁচাতে পারে নি।
হারলে ও জুনিয়র টিমের খেলা অত্যন্ত সুন্দর ও ক্রীড়া শৈলী।
ম্যাচ পরিচালনা করেন টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী ছিলেন মোঃ তামিম ও রাকিব।

শুক্রবার সকালে ও শনিবার বিকেলে আরো দুটি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন