ওমানে গাড়িচাপায় ১ বাংলাদেশি প্রবাসী নিহত

খবর ডেস্ক :
ওমানের সালালাহ নগরীতে প্রাইভেটকারের চাপায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল্লাহ আল নোমান (২৭)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওহিদুর রহমানের নতুন বাড়ির ওহিদুর রহমানের ছেলে।

নিহতের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী জানান, রোববার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে গাড়িচাপায় আমার জেঠাতো ভাই ঘটনাস্থলে মারা যান। এখন তার লাশ দেশটির একটি হাসপাতালে রাখা হয়েছে।

খাইরুল ইসলাম গত সাত বছর ধরে ওমানে রয়েছেন। এর আগে ১০ বছর কুয়েতে ছিলেন। খাইরুলের স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

মন্তব্য করুন