
১. মহিলাদের জন্য প্রথম ৩ দিন কাজেম আলী স্কুল এবং মহসীন কলেজের মাঠে প্যান্ডেলের ব্যবস্হা থাকবে।
২. চতুর্থ এবং ৫ম দিন কিশলয়, আনিকা ক্লাব এবং দক্ষিণ গুলএজার স্কুলের মাঠে মহিলাদের পেন্ডেলের ব্যবস্হা থাকবে।
৩. প্রত্যেকে চাদর বা বিছনা নিয়ে আসা(স্বল্পতার কারণে) প্রয়োজনে।
৪. মহিলাদের প্যান্ডেলের শৃঙ্খলার জন্য পরিকল্পনা এবং বিশেষ টিম দেখাশুনা করবে।
৫. মহিলাদের জন্য পর্দার সহিত অযুর ব্যবস্হা থাকবে।
★ সিরিয়াল অনুযায়ী বক্তরা কে কোন দিন আলোচনা করবেন-
১. প্রথম দিনঃ হযরত মাওলানা আবদুল্লাহ আল আমীন।
২. দ্বিতীয় দিনঃ হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
৩. তৃতীয় দিনঃ হযরত মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী।
৪. চতুর্থ দিনঃ হযরত মাওলানা মুফতি আমির হামযা।
৫. ৫ম দিনঃ ড. মিজানুর রহমান আজহারি।
(আরো বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন)
মাহফিলের তারিখঃ ২৭,২৮,২৯,৩০,৩১ জানুয়ারী।