এমপি আজিম হত্যা মামলায় গ্রেফতার মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মুক্তির দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ডাকে সব সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ারদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখনে- খুলনা গ্রুপ ফেডারেশনের সদস্য নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, প্রাক্তন অধ্যক্ষ শুসেন্দু কুমার ভৌমিক, উপাধ্যক্ষ আব্দুস সালামসহ নেতারা।

বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। সাংস্কৃতিকমনা মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহে ফিরিয়ে দেওয়ার দাবি করেন তারা।

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে ঢাকা গোয়েন্দা পুলিশ ১১ জুন রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে। তিন দিনের রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।

মন্তব্য করুন