
অনলাইন ডেস্ক : জাতীয় জীবনের সর্বোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার এবার দেওয়া হচ্ছে দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে, শুধুমাত্র যোগ্যদের। জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ও আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এ বছর ১০ জনেরও কম বিশিষ্ট ব্যক্তি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন।
রবিবার (২ মার্চ) জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ-এর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, অতীতে অনেক বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল, এমনকি র্যাবের মতো প্রতিষ্ঠানও এই পুরস্কার পেয়েছে। তবে এবার সেই ধারা থেকে সরে এসে প্রকৃত যোগ্যদের স্বীকৃতি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “আপনারা একুশে পদকের মনোনয়ন দেখে খুশি হয়েছেন, এবার স্বাধীনতা পুরস্কার দেখে আরও খুশি হবেন। মনে হবে, আমরা পুরস্কার দিতে পেরে ধন্য হয়েছি।” তিনি জানান, এবারের মনোনয়ন তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা জীবনব্যাপী অসামান্য অবদান রেখেছেন কিন্তু এত বছরেও কোনো জাতীয় পুরস্কার পাননি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমাদের সুপারিশ এখন উপদেষ্টা পরিষদে যাবে। চূড়ান্ত অনুমোদনের পরই নাম প্রকাশ করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, এবারের স্বাধীনতা পুরস্কার অনন্যধর্মী হতে চলেছে এবং ভবিষ্যতে এ ধরনের পুরস্কার দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
গত বছর ১০ জন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। তবে এবার সংখ্যা কম হলেও পুরস্কারপ্রাপ্তরা সত্যিই অনন্য। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযোগ্য স্বীকৃতি দিতে এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন অনেকে।ই