এডভোকেট জয়নাল আবেদিনের মৃত্যুতে এরফানুল করিম চৌধুরীর শোক প্রকাশ

আনোয়ার হোসেন চৌধুরী (আজাদ) ভাইয়ের শ্রদ্ধেয় আব্বা এডভোকেট জয়নাল আবেদিন মৃত্যুবরণ করেন। তিনি গতকাল ১৩ জুলাই, শনিবার ২০২৪ইং, চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আগামীকাল ১৪/৭/২৪ইং, রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

উক্ত আনোয়ার হোসেন চৌধুরী (আজাদ) ভাইয়ের শ্রদ্ধেয় আব্বা এডভোকেট জয়নাল আবেদিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জনাব এরফানুল করিম চৌধুরী। তিনি শোক প্রকাশ করে বলেন- তাহার এ অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাহার আত্নাার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোক প্রকাশ :

এরফানুল করিম চৌধুরী
সদস্য : চট্টগ্রাম জেলা পরিষদ।

মন্তব্য করুন