উৎসর্গ:- বাংলাদেশ স্বাধীনতার সকল শহিদের নামে

যুদ্ধাস্ত্র মোদের তাকবীর ধ্বনি
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

চারিদিকে আজ উৎ পেতে
আছে নাস্তিকের গুপ্তচর,
এই মুক্ত স্বাধীন বাংলাদেশে
নহে কেহ পর।

সংখ্যালঘু নামে নিজেদের
দাবি করে আজ যারা,
বাংলার ক্ষমতার শীর্ষস্থানে
এতোদিন ছিলো তারা।

হক বাতিলের লড়াইয়ের মাঝে
শত্রু হিন্দুস্তান,
নাস্তিকদেরকে মদদ দিয়ে
গড়তে চায় রাজস্থান।

সংখ্যালঘুদের বন্ধু মোরা
ভেবে থাকি সর্বদায়,
ধর্মীয় অনুভূতিতে এতোদিন
আঘাত এনেছে তারাই।

মুসলিম মোরা ধৈর্যশীল জাতি
রাসুলকে(সাঃ) আদর্শ মানি,
কুরআন মোদের জীবন বিধান
চিরন্তন সত্যের বাণী।

যুদ্ধক্ষেত্রে মোদের জাগ্রত ঈমানদার
সাহাবিদের স্মরন করি,
এক আল্লাহ ছাড়া কভুও মোরা
কাওকে নাহি ডরি।

বাতিলের ভুলেট বুক পেতে নিতে জানি
উঁচু শির নত নাহি করি,
আমরা হলাম চেতনার সৈনিক
রাসুলের (সাঃ)উত্তরসূরী।

যুদ্ধাস্ত্র মোদের তাকবীর ধ্বনি
বিপ্লবী গান মোদের হুংকার,
অস্ত্র রেখে ভয়ে কাঁপে বাতিল
পথ খুঁজে পায় নাকো পালাবার।

নারায়ে স্লোগানের ধ্বনি
ইসলামি বিপ্লবের তলোয়ার,
এ যুগের মোরা বিদ্রোহী সৈনিক
দ্বীন কায়েমের সিপাহসালার।

শশারকান্দা, শাল্লা,সুনামগঞ্জ

মন্তব্য করুন