
ফুটপাথ থেকে শুরু করে হাটবাজার, হোটেল-রেস্তোরাঁ, শপিংমল, বাসস্ট্যান্ড ও অটোস্ট্যান্ডগুলোও রয়েছে তাদের দখলে
অনলাইন ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও উত্তরায় বহাল তবিয়্যতে রয়েছে আওয়ামী লীগের গুডা বাহিনীরা। ফুটপাথ থেকে শুরু করে হাট বাজার, হোটেল রেস্তোরা, শপিংমল, বাসস্ট্যান্ড, ও অটোস্ট্যান্ডগুলোতেও রয়েছে তাদের একক আধিপত্য। তাদের অত্যাচার থেকে বাদ পরেনি গণমাধ্যমকর্মী, বিএনপির নেতাকর্মী ও ব্যবসায়ীরা। গত ২৭ আগস্ট সংবাদ সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ নেতার স্ত্রীর দেয়া মিথ্যা মামলায় জেলে যান উত্তরার দুই সাংবাদিক। মামলায় আসামী হওয়া দুই সাংবাদিক হলেন মিজানুর রহমান ও সাইফুল ইসলাম একা।
অনুসন্ধানে আরো জানা যায়, চাঁদা না দেওয়ায় উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা সোহেলের পালিত কিশোর গ্যাং ইরান সানি ও মামুনকে দিয়ে উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক সাইমন ও কয়েকজন ব্যবসায়ীর নামে গত ২৭ আগস্ট উত্তরা পশ্চিম থানায় মামলা করে। গত ২৬ আগস্ট জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক লুৎফা খানম স্বপ্নার উত্তরা ১৩ নম্বর সেক্টর ৫নং সড়কের বাসায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে। এসময় লুৎফা খানম চৌধুরী বলেন, হামলাকারীরা তার বাসার সকল আসবাপত্র ভাঙচুর করে। তারা আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছে। এ ঘটনায় সাবেক পৌর মেয়র মহসিন মিয়াসহ পরিবারের ৫ জন আহত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের গুন্ডা বাহিনির লুটপাট, ভাঙচুর ও চুরির ঘটনায় লুৎফা খানম চৌধুরী গত ২৭ আগস্ট উত্তরা পশ্চিম থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন।
জানা যায়, গত ২৭ আগস্ট রাতে উত্তরার একটি বাড়িতে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামিল হাসান দুর্জয় আত্মগোপন করেন। অস্ত্রসহ রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টর ৩/ডি নম্বর রোডের ৪৭ নম্বর বাড়িতে আত্মগোপন করে আছেন এমন খবর পেয়ে সেই বাড়িটি ছাত্র-জনতা ঘেরাও করে রাখেন। এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামিল হাসান দুর্জয়কে বাড়ির ভিতরেই দেখতে পান ছাত্র-জনতাও সাংবাদকর্মীরা। এসময় দূর্জয়ের স্ত্রী সিনথিয়া সালমা মুঠোফোনে গোপনে তাদের বাড়ি ঘেরাও করে রাখার বিষয়টি জানিয়ে শ্রীপুর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ডাকেন। গাজীপুর শ্রীপুর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডেকে এনে ছাত্রদেরকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বেড় করে দেন। দূর্জয় এবং তার স্ত্রীর বক্তব্য ভিডিও ধারণ করায় সাংবাদিকসহ মোট চারজনকে আটক করে বেধম মারধর করেন দূর্জয়ের আওয়ামী সন্ত্রাসী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর উপস্থিতিতে রাতেই চারজনকে থানার হেফাজতে নিয়ে যান পশ্চিম থানা পুলিশ। গত মঙ্গলবার রাতের ঘটনায় বুধবার সাংবাদিকসহ মোট চারজনকে ভাঙচুর এবং চুরির অভিযোগ দিয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দেন দূর্জয়ের স্ত্রী সিনথিয়া সালমা হাবিব।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনির অত্যাচারে অতিষ্ঠ। ঠিকমতো ব্যবসায় মনোযোগ দিতে পারে না। আওয়ামী লীগের আমলে উত্তরাখান মাজার চৌরাস্তায় এক বিএনপি নেতার মার্কেট দখল করে নেয় কথিত ইঞ্জি. আলমগীর। রোজা সুপার মার্কেটর দোকানদারেরা বলেন, চাঁদা দেওয়ার জন্য কথিত আওয়ামী লীগ নেতা আলমগীর এখনো তাদেরকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সে কাঁচকুড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে।
এবিষয়ে উত্তরা জোনের এডিসি মো. মঈনুল হক বলেন, এখানে আমি নতুন এসেছি, অভিযোগের ভিত্তিতেই থানায় কয়েকটা মামলা নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। এসব বিষয়ে আপনাদের সহযোগিতা চাই।ই