
অনলাইন ডেস্ক : আসরের অন্যতম জায়ান্ট পর্তুগালের ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বর। অন্যদিকে তাদের প্রতিপক্ষ ইউরোতে সবচেয়ে পিছিয়ে থাকা (৭৪ নম্বর) দল। ধারে-ভারে দুই দলের কোন তুলনা চলেনা। রেকর্ড,পরিসংখ্যানেও এগিয়ে পর্তুগীজরা।একদল তারকায় ঠাসা,ইউরোতে পেয়েছে শিরোপার স্বাদও, অন্য দলের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবে অভিষেক।তাই একপেশে ম্যাচেরই প্রত্যাশা ছিল অনেকের।তবে উজ্জীবিত ফুটবলে সব ধারণাকে মিথ্যা প্রমাণ করে চমক দেখাল ইউরোপের ‘দুর্বল’ দলটি।
জার্মানির গেলসেনকিরশেন বুধবার রাতে ‘এফ’ গ্রুপের রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচে ২-০ গোলের ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে জর্জিয়া।
অপ্রত্যাশিত এই হারের পরও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে যাচ্ছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। গ্রুপ পর্ব শেষে পর্তুগাল ও তুরস্কের পয়েন্ট সমান ৬ করে, তবে মুখোমুখি লড়াইয়ে সেরা পর্তুগিজরা। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় জর্জিয়া, সেরা চার তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলোয় উঠল দলটি।
প্রথম দুই ম্যাচে জিতে আগেই গ্রুপসেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল পতুর্গাল। সে কারণেই হয়তো আগের ম্যাচ থেকে ৮ পরিবর্তন নিয়ে একাদশ সাজান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ।পরীক্ষিতদের ছাড়া নেমে শুরুতেই ধাক্কা খায় পর্তুগীজরা।
এদিন অসাধারণ কিছুর আভাস শুরুতেই দিয়েছিল জর্জিয়া।পর্তুগালের খেলোয়াড়েরা কিছু বুঝে উঠার আগেই ম্যাচের শুরুর মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে লিড নিয়ে নেয় দলটি। মাঝামাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে গিওর্গে মিকাওতাদজে পাস দেন ‘নতুন ম্যারডোনা’ খ্যাত কাভারাস্কেইয়াকে।বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই নাপোলি ফরোয়ার্ড।
১৬ মিনিট পর্তুগালকে সমতা প্রায় এনেই দিয়েছিলেন রোনালদো। তবে এই মহাতারকার নেওয়া ফ্রি-কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকান জর্জিয়া গোলরক্ষক।
পর্তুগিজরা এরপর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ করে যায়।৩০ মিনিটে জোয়াও ফেলিক্সের শট
নিশানায় থাকেনি।৩৩ মিনিটে প্রতি–আক্রমণে কাভারাস্কেইয়ার নেওয়া শট অল্পের জন্য লক্ষচ্যুত হয়।
কাভারাস্কেইয়া এরপরেও বেশ কয়েকবার পর্তুগীজ রক্ষণভাগে ভীতি ছড়িয়েছেন,তবে ব্যবধান বাড়াতে পারেননি।
দ্বিতীয়ার্ধে চাপে থাকা পর্তুগাল বড় ভুল করে বসে।জর্জিয়ার পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে আন্তোনিও সিলভা বক্সের ভেতর ফাউল করে বসেন লুকা লোশোভিলিকে।ভিএআরে যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকে ভুল করেননি মিকাওতাদজে।
২-০ গোলে এগিয়ে গিয়ে পর্তুগীজদের একরকম খাদের কিনারে ঠেলে দেয় জর্জিয়া।যেখান থেকে মরিয়া চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেননি রোনালদোরা।
এই হারের তিক্ততা নিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া। আর জর্জিয়া লড়বে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে।যু