
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-গুলি-ইয়াবাসহ চারজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাঁদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ,১টি রাইফেলের খালি খোসা, ১টি শর্টগানের খালি খোসা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিবেদন রচনার পুর্বমু মূহুর্ত পর্যন্ত আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
রোরবার (৫ অক্টোবর) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকার ফরিদুল আলমের বসত ঘরে এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার উপ পরিদর্শক মিজানুর রহমান। সুত্রে, জানা যায় রোববার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় একদল পুলিশ অবস্থান নেন।
গোপন সংবাদের ভিওিতে ফরিদুল আলমের বসত বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে ফরিদুল আলম (২০) সহ ৪ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক উখিয়া থানা মিডিয়া সেলে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানান ওসি। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।ই