
~~~মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(৩-০১-২০২৫)ইং
_____________________________________
সবুজ সোনালি জ্বালিতে ঘেরা
পূত-পবিত্রতায় দুনিয়ার সেরা।
উম্মতে মোহাম্মদির এশকের প্রাণ
নবি মুস্তফার রওজা পাকের ঘ্রাণ।
মদিনার ঐ জান্নাতি হাওয়ায়
আশেকে মোস্তফারা অন্তরে প্রশান্তি পায়।
মদিনার ঐ মাটি মোবারকে
গোলামে মোস্তফারা রহমত খুঁজে পায়।
মদিনার ঐ অলি-গলিতে
মেশক আম্বরের সুঘ্রাণ মিলে।
সবুজ গম্বুজ যিয়ারত নসিব তাদের হয়,
যাদের অন্তরে নবি পাকের মহব্বত রয়।
হেঁ রাসুল!
ঐ জান্নাতি হাওয়া যে আমার
অন্তনির্হিত রোগের ঔষধ,
রওজা পাক দেখার বাসনা যে আমার
নিশিরাতে ঘুম কেড়ে নেওয়া চোখের রোগ।।
_____________________________________
শিক্ষার্থী:-গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।