ইসলামি সংগীত:__”জুম্মা মোবারক”__

ইসলামি সংগীত:__”জুম্মা মোবারক”__
লেখক :_মো: ওসমান হোসেন সাকিব
_________________________________

সপ্তাহের শ্রেষ্ঠ দিন
পবিত্র জুম্মার দিন।

সুন্নতি পোশাক পরিধান করে
মসজিদে করি গমন,
মসজিদে আযানের পর পরই
জুমাআর খুতবা শুনি।

জুমাআর দিনকে হজের দিন
বলেছেন আল্লাহ তায়ালা।
জুমার দিনে গরীব,অভাবী ও দুস্থ মুসল্লিগণ
মগ্ন থাকেন প্রার্থনাতে।

শেষ মোনাজাত মুসলিম উম্মাহর তরে
দোয়া করেন ইমাম সাহেব,
ঈমানি তেজে মেতে উঠেন
জুমার দিনে প্রতিটি মুসল্লিগণ।

____________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ, ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন