আলিয়া ভাট ও দীপিকা অভিনয় করছেন রণবীরের বিপরিতে।
1 min read
আলিয়া ভাট ও দীপিকা অভিনয় করছেন রণবীরের বিপরিতে। পরিচালক সঞ্জয় লীলা বানশালী ঘোষণা করেছিলেন দুই বছর আগে ছবির কথা। তার গাঙগুবাঈ কাঠিয়াওয়াড়ি সিনেমায় আলিয়া ভাট এরইমধ্যে কাজ করেছেন। তবে করোনার কারণে শুটিং দীর্ঘদিন স্থগিত ছিল।
বানশালী আরও জানান আমার আরেকটি সিনেমা করতে যাচ্ছি বিজু বাওরা। সিনেমাটির চরিত্রে রণবীর কাপুরকে বেছে নিয়েছেন পরিচালক।
আর অভিনেত্রী হিসেবে থাকবেন আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোন। রণবীর কাপুরের প্রাক্তন ও বর্তমানকে নিয়ে এবার এক স্ক্রিনে দেখা যাবে তিন তারকাকে।
সঞ্জয় লীলা বানশালীর সাওয়ারিয়া ছবির মধ্য দিয়ে বলিউডের যাত্রা করেন রণবীর কাপুর। অনেক বছর পর বানশালী ও
রণবীরের জুটিকে দেখতে পাবেন দর্শক। তবে বলিউডে এখন জোর গুঞ্জন, আলিয়া ও দীপিকাকে একসঙ্গে রাজি করিয়ে
ফেলেছেন পরিচালক। জানা যায় এই ছবিটি চারটি চরিত্রের ছবি।
দুই নায়িকাকেই স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছেন তিনি। প্রত্যেকেই নিজেদের চরিত্র শুনে দারুণ খুশি। মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে।
আরও পড়ুনঃ চট্রগ্রাম ফয়েজ লেক পাহাড়ী জনপদের লেক।
দীপিকা আরেক জন মুখ্য নায়িকা। পিরিয়ড এই গাঁথায় রণবীরের দুই নায়িকার সঙ্গেই প্রেমের সম্পর্ক হবে।
আলিয়া ভাট ও দীপিকার সাথে অভিনয়ের বিষয় আশঙ্কা অনেক মানুষের। আসলে কি তারা একসঙ্গে কাজ করবেন? আলিয়া
জানান কাজ শুরু হলে সকলেই দেখতে পাবেন। দীপিকা তো আমার শত্রু না।
পুরচালক তানসেন ও বিজুর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে সিনেমার গল্প বানিয়েছেন। তবে তানসেনের চরিত্রে কাকে নেবেন সঞ্জয় লীলা বানশালী তা এখনও ঠিক হয়নি।