
বিজয় প্রার্থী মো: মামুনুল ইসলাম
ডাঃ কলিম উল্লাহ : আজ রবিবার ১৫/১২/২৪ ইং আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় সম্পন্ন হয়েছে। এ সময়ে দাতা সদস্য দের মধ্যেই ২০ ভোটের মধ্যেই ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন মোঃ মামুনুল ইসলাম। অভিভাবক সদস্য ২৩৫ ভোটের মধ্যেই নির্বাচিত হয়েছেন সর্বোচ্চ উচ্চ ভোট পেয়েছেন ডাঃ মোঃ হেলাল উদ্দিন ৯৬ ভোট, মোঃ সেলিম উদ্দিন ৮৮ ভোট, মোঃ ইলিয়াছ ৭৯ ভোট, নাজিম উদ্দিন ৬৬ ভোট, অভিভাবকদের ৫ জনের মধ্যেই ৪ জন নির্বাচিত হন। এ সময়ে উপস্থিত ছিলেন দাতা সদস্য দের মধ্যেই কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইদ্রিস, প্রয়াত শাহ আলম চেয়ারম্যানের মেসার্স শায়লা খানম, মোঃ রফিক দিদার, মোঃ সায়েম, লোহাগাড়া উপজেলা বিএনপির নেতা আবু সেলিম, মাষ্টার সাহেদুল ইসলাম চৌধুরী, মোঃ মুজিবুল হক, মোঃ তৌহিদুল ইসলাম, মাষ্টার সাহেদ এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব ছিলেন মোঃ নূর হোসেন, পুলিনিং অফিসার দায়িত্ব ছিলেন মিন্টু দাশ ও মোঃ মহিউদ্দিন প্রমুখ।