
খবর ডেস্ক :
এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে নৌকা প্রতীক দিচ্ছে না দলটি।
তার পরিবর্তে এ আসনে তার ভাতিজা বাংলাদেশ সুপ্রীম পার্টির চেয়ারম্যান শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদকে নৌকা প্রতীক দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নৌকা প্রতীক না দেওয়ায় বেশ ক্ষুব্ধ নজিবুল বশর মাইজভাণ্ডারী। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার প্রতি অন্যায়, অবিচার করা হয়েছে। নৌকা দিলে দেবে, না দিলে নাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই।
তিনি আরও বলেন, এতো বছর ধরে এক সঙ্গে ছিলাম। নৌকার পক্ষে ছিলাম। এখন তারা (আওয়ামী লীগ) যদি আমার আত্মীয়কে পছন্দ করে করুক। তারা বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জানাবেন।