
সাতকানিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড মধ্য রুপকানিয়া , দাদুর মার ঘাটা নিবাসী , দাদুর মার নাতি , সাতকানিয়া মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য , সদা হাস্যোজ্জ্বল , ভদ্র -বিনয়ী , সকলের নিকট অত্যন্ত প্রিয় জনাব আব্দুর রহিম সওদাগরের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার এ অকাল মৃত্যুতে আমাদের খবর ডট কম পরিবারের পক্ষ থেকে মো: গিয়াস উদ্দিন মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থান জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন।