
ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে জাহেদুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নের লামারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু জাহেদুল ইসলাম একই এলাকার আমির হোসেনের ছেলে এবং দক্ষিণ জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, জাহেদুল ইসলাম নামে ১ শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের পাশে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।পূ।