
নিজস্ব প্রতিনিধি : আনোয়ারায় নাগর দোলার লোহার এ্যাংগেল চুরি করে বিক্রয় করার অভিযোগে ২ চোরকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪) নভেম্বর বিকালে উপজেলার বারশত ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটককৃত মোঃ আরমান উদ্দিন জিসান (১৯) ও মোঃ ওসমান শামীম জয় (১৮) বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে বোয়ালিয়া গ্রামে নাগর দোলার লোহার এ্যাংগেল চুরি করে বিক্রয় করার সময় স্থানীয় লোকজন ২ চোরকে আটক করে। পরে স্থানীয়রা সেনাবাহিনীর কাছে তুলে দেন ২ চোরকে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত সাংবাদিকদের জানান, আটককৃত ২জন স্থানীয় পেশাদার চোর। এলাকায় বিভিন্ন সময় চুরি ঘটনা ঘটিয়েছে। তাদেরকে আটক করে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আ