আনোয়ারায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই :অভিযুক্ত পুলিশের হাতে গ্রেফতার

খবর ডেস্ক :
আনোয়ারায় ছিনতাই মামলায় জড়িত থাকার অভিযোগ পুলিশ মো: বেলাল (৩৫) নামের ১ জনকে গ্রেফতার করেছে।

২৭ ডিসেম্বর (বুধবার) বিকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানায়, গত ১০ ডিসেম্বর আনোয়ারার সরকার হাটের গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো: বেলালকে গ্রেফতার করে। অভিযুক্ত বেলাল বরুমচড়া ইউনিয়নের দুলা মিয়ার পুত্র।

মন্তব্য করুন