আদালতে সজিবকে খুনের কথা স্বীকার করলেন ২ বন্ধু

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে গাজা সেবনের আড্ডায় মোবাইল নিয়ে তর্কে সজিব দেবনাথকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করে পৃথক দুটি আদালতে জবানবন্দি দিয়েছে রবি ও সাজ্জাদ নামে দুই বন্ধু।

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক দুটি আদালত ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দিরসংলগ্ন এলাকার বিজয়ের ছেলে রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর ছেলে সাজ্জাদের (১৮) জবানবন্দি গ্রহণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত সাংবাদিকদের জানান, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার পাগলা তালতলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে তিন বন্ধু গাজা সেবনের আড্ডায় বসে। সেখানে মোবাইল ফোন নিয়ে তর্কে সজিব দেবনাথকে (২৮) ছুরিকাঘাত করে তারই ২ বন্ধু। এতে সজিব ঘটনাস্থলেই মারা যায়। তখন রবি ও সাজ্জাদ পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে ধাওয়া করে তাদের আটক করা হয়।

নিহত সজিব দেবনাথ (২৮) বরগুনা জেলার সদরের কাঠপট্টি রোডের আশুতোষ দেবনাথের ছেলে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।ই

মন্তব্য করুন