আত্মঘাতী গোলে স্বপ্ন শেষ বেলজিয়ামের,কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

অনলাইন ডেস্ক: কেবিন ডি ব্রুইনা কি আরও একটি ইউরো পর্যন্ত থাকবেন? রোমেলু লুকাকু?অনেক আগেই ত্রিশের কোটা পেরোনো এই দুই বেলজিয়াম কিংবদন্তি আগামী আসর পর্যন্ত খেলা চালিয়ে না গেলে ইউরোর শিরোপা ছুঁয়ে না দেখার আক্ষেপ নিয়েই শেষ হবে এই দুই তারকার বর্ণিল ক্যারিয়ার। তাও আজ শেষটা হয়েছে নিজেদেরই করা এক মারাত্মক ভুলে।

সোমবার রাতে জার্মানির ডাসেলডার্ফ অ্যারেনায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে ফ্রান্স।শেষদিকে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি ছিল আত্মঘাতী।

শুরু থেকে আক্রমণের ঝড় বই দিয়েও গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স।বেলজিয়ান গোলরক্ষক কোয়েন কাস্তেলস ঠেকিয়ে দিয়েছিলেন অনেক জোরালো আক্রমণ,অনেকগুলো জালে দেখা পাচ্ছিলনা ফিনিশিং দুর্বলতায়। ফরাসি ফরোয়ার্ডদের একের পর এক আক্রমণে যখন ব্যর্থ হচ্ছিল, খেলা অতিরিক্ত আধঘন্টায় যাওয়া যখন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল তখনই ভুল করে বসে বেলজিয়াম।

ম্যাচের তখন ৮৫ তম মিনিট চলছে। কুন্দের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে থাকা কোলোমুয়ানি বল বাড়ান এনগোলো কান্তে। বল ধরে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে শট নেন। তবে সেই শট ভেরটনঘেনের পায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করলে এগিয়ে যায় ফ্রান্স।

বাকি সময়ে মরিয়া চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ডি ব্রুইনারা।ফলে বড় আসলে ফ্রান্সের বিপক্ষে জয়টা অধরাই থেকে গেল বেলজিয়ামের।ফ্রান্সের বিপক্ষে পাঁচ দেখায় সবকটিতে হেরেছে তারা।

ফ্রান্স কোয়ার্টার ফাইনালে উঠে গেলেও। এখনো নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল অথবা স্লোভেনিয়ার মুখোমুখি হবে দিদিয়ে দেশামের দল।হাইভোল্টেজ সেই লড়াইয়ে ফরোয়ার্ডদের ছন্দ খুঁজে পাওয়ার প্রত্যাশাই করবে ফরাসি সমর্থকরা।ই

মন্তব্য করুন