আছিয়া হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

আছিয়ার বাড়িতে আফরোজা আব্বাস পরিবারের পাশে থাকার আশ্বাস

অনলাইন ডেস্ক : মাগুরার শিশু আছিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪মার্চ, শুক্রবার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বিক্ষোভে। এসময় উপস্থিত ছাত্র-জনতা ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন। এদিকে গতকাল আছিয়ার বাড়িতে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি আছিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় ধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির বোনের শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের নোমানী ময়দানে জানাজা শেষ হওয়ার কিছুক্ষণ পরই ধর্ষণের ঘটনায় জড়িতদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। গতকাল শুক্রবার আছিয়ার বাড়িতে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি আছিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এসময় কেন্দ্রীয় নেত্রী নেওয়াজ হালিমা আরলি, মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম উর্মিসহ অনেকে উপস্থিত ছিলেন। তথ্য-প্রমাণ থাকায় সাত দিনের মধ্যেই আছিয়ার ধর্ষকদের প্রকাশ্যে বিচার করার দাবি করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। যেহেতু তথ্য প্রমাণ রয়েছে সেখানে বিলম্বের কোন কারণ থাকতে পারেনা বলে ও তিনি উল্লেখ করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেন। তার সাথে আরো ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাড. নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা মহিলা দলের সভানেত্রী উম্মে কুলসুম উর্মি প্রমুখ।

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, ধর্ষণকারী ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শুক্রবার দাউদকান্দি পৌর বাজারে তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন- অবিলম্বে আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ফয়েজী ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সী প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, কলাপাড়া উপজেলা কমপ্লেক্সের সামনে বেলা ১১টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (এসভাও) নেটওয়ার্কের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হযেছে। এসভাও নেটওয়ার্কের নারী নেত্রী মাছুমা বেগমের সভাপতিত্বে এ কর্মসূচিতে এসভাও নেটওয়ার্কের সদস্যবৃন্দ, নারী সংগঠনের নেতৃবৃন্দ, যুব ফোরামের সদস্যবৃন্দ, শিশু ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার আহবায়ক রোকনুজ্জামান রোকন এর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে একত্মা প্রকাশ করেন। মানববন্ধনে ‘আমার বোন কবরে খুনি কেন বাহিরে’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়াও আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোড় দাবি জানানো হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।ই

মন্তব্য করুন