আচরণবিধি লঙঘন : এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খবর ডেস্ক :
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেফতারি প‌রোয়ানা জারি করেছেন আদালত।

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের আগে নিজ নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৪ এ ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এই মামলা করেছিলেন।

বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়ারি) বিষ‌য়‌টি নি‌শ্চিত ক‌রেন জেলা পি‌পি এড. ইফ‌তেখার সাইমুল চৌধুরী। তি‌নি সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচারণবি‌ধি লঙ্ঘ‌নের অ‌ভি‌যো‌গে মামলা হয়েছিল। প‌রে সমন জারি ক‌রেন আদালত। সমন‌টি জারি হ‌য়ে আস‌ছে। আজ বাদীও হা‌জির ছি‌লেন না। বিজ্ঞ কৌশলী সময় চে‌য়ে‌ছেন। যে‌হেতু আদাল‌তে সমন‌টি ফেরত আস‌ছে সে‌হেতু পরবর্তী ধাপ গ্রেফতার প‌রোয়ানা জারি করেছেন আদালত। এটি জা‌মিনযোগ্য ধারা।

মন্তব্য করুন