
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে এবং বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে চোখে-মুখে লাল কাপড় বেধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কর্মসূচি পালনের পর ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।ই