
ছবি: বিসিবি ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ইনিংসে বল হাতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। ৪০ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ধ্বসিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
দারুণ বোলিং করা তাসকিনের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন মিকাইল লুই। এক চারে ১৮ বলে ৮ রান করেন প্রথম ইনিংসে নব্বইয়ের ঘরে ফেরা এই ওপেনার।
পঞ্চম ওভারে ২৫ রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেট হারায় একাদশ ওভারে দলীয় ৩৫ রানে। তাসকিনের বলে তৃতীয় স্লিপে কেসি কার্টির ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়। পরের ওভারে শরীফুল ফেরালেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে।
১ চারে ৩৫ বলে ২৩ রান করেন ব্রাথওয়েট। ক্রিজে নতুন ব্যাটসম্যান আলিক আথানেজ। ২ বলে ৪ রানে খেলছেন কাভেম হজ।
১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। হাতে ৭ উইকেট নিয়ে তাদের লিড এখন ২২০।
১৮১ রানে পিছিয়েও বাংলাদেশের ইনিংস ঘোষণা
অ্যান্টিগায় চতুর্থ দিন সকালে ব্যাট হাতে শুরুটা করার কথা ছিল বাংলাদেশের। কিন্তু হলো উল্টোটা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে থেকেও ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
আগের দিন অবিচ্ছিন্ন ১২ রানের জুটিতে অপরাজিত ছিলেন তাসকিন আহমেদ (২১ বলে ১১*) ও শরীফুল ইসলাম (৮ বলে ৫*)। সোমবারও সকালে ব্যাট হাতে নামার কথা ছিল তাদের। কিন্তু তাদের দেখা গেল বল হাতে।
প্রথম স্পেলে অবশ্য তাসকিনের সঙ্গী হাসান মাহমুদ। প্রথম ওভারেই ১০ রান দিয়েছেন তাসকিন। পরের ওভারে মেডেন নেন হাসান। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের লিড ১৯২ রানের, হাতে পুরো ১০ উইকেট।ই