
অভিমান তবে
এ.কে রিজওয়ান
সবাই কী পারিবে আমার মত করে ভালবাসিতে!
সবাই কী পারিবে আমার মত করে বুকে রাখিতে!
ভুলে যাওনি তবে বুঝনি আমায়,
কত টা যে ভালবাসি তোমায়।
প্রেমে পড়ে হয়েছিলাম প্রেমিক কবি,
আর্টিস হয়ে একেঁছিলাম তোমার ছবি।
নুরি, সায়লা, কনিকা নয়তো আমার সাথী,
তবু ভালবেসে কাঁশফুলের মালা গাঁথি।
গোলাপ ফুল কাঁটা যুক্ত ডাল থেকে জন্ম হয়,
আধারে যদি সে ফুলের বদলে কাঁটা দেয়
তবে এইতো প্রেমের পরিচয়।
আমি ভালবাসি তাকেই ভালবাসি,
আমি আনস্মার্ট ভাবে চলি,
আমি শব্দচাষী।
বাঁশের বাঁশিতে কেন আর সুর উঠেনা,
হৃদয়ের ভাবনা থেকে আর গান গাইতে পারিনা!
তোমরা আমার এক প্রতিভা ভেঙ্গে আরেক প্রতিভা গড়ার সুযোগ দিলে, ভালবাসা কী ভুল!
তোমরা কেন আমার সাথে এমন করিলে।
কোন একদিন যদি আমার কথা মনে পড়ে,
তবে যোগাযোগ করিও
আমি আছি অপেক্ষা করে।
_সাহিত্যের প্রাণ-ভ্রমর ও বাংলাদেশের শান্তিকর্মী।