tag: খ্যাতিনামা অভিনেত্রী বর্ষা বানালেন 'ভাত কেক'। আমাদের খবর
Sun. Jan 17th, 2021

আমাদের খবর

খবরের সাথে সব সময়

খ্যাতিনামা অভিনেত্রী বর্ষা বানালেন ‘ভাত কেক’।

1 min read
খ্যাতিনামা অভিনেত্রী বর্ষা

খ্যাতিনামা অভিনেত্রী বর্ষা বানালেন ‘ভাত কেক’। চিত্রনায়ক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের স্ত্রী অভিনেত্রী নায়িকা বর্ষা এখন বাসাতেই সময় কাটাচ্ছেন। করোনা পরিস্থিতিতে চলচ্চিত্রের শুটিং নেই, লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হতে হচ্ছে না। নিজের একটি গার্মেন্টস প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। আর বাকিটা সময় বাসাতেই বাচ্চাদের সঙ্গে আনন্দময় সময় পার করছিলেন খোঁজ দ্য সার্চ খ্যাত এই অভিনেত্রী।

তবে বাসায় বসে বসে সময় গুলো গুরুত্বপূর্ণ সামাজিক কাজে লাগাচ্ছেন। কিছুটা সময় কাটাচ্ছেন রান্না বান্নায়। প্রথম প্রথম টুকটাক রান্না করে ইনস্টাগ্রামে ভিডিও দিতেন বর্ষা। সেসব একেবারে ঘরোয়া ও নিজস্ব বিষয় ছিল। কিন্তু সেসবের প্রতিক্রিয়া অভিনেত্রী বর্ষাকে আরো উৎসাহী করে তোলে। অবশেষে স্বামী ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের বিশেষ উৎসাহে রান্না শুরু করেন প্রফেশনাল ক্যামেরার সামনে। যেসব ভিডিও পোস্ট করা হয় অনন্ত জলিলের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

আজ চিত্রনায়িকা বর্ষা ইরানের নতুন একটি রেসেপি করেছেন সেই ভিডিও পোস্ট করলেন অনন্ত। এর ইরানি নামঃ পার্সিয়ান সাফরান রাইস কেক। যেহেতু রাইসের বিষয় রয়েছে তাই একে ভাত কেক বলা যেতে পারে। এই রেসিপি নিয়ে যা বিস্তারিত ভিডিওতে বলেছেন ব্যবসায়ী ও খ্যাতিনামা অভিনেত্রী বর্ষা।

বর্ষা বলেন—‘দিন দ্য ডে’ সিনেমার শুটিং করতে ইরানে গিয়েছিলাম এবং ওই সময় ওখানে ১ মাসের মতো ছিলাম।

ওখানেই পার্সিয়ান সাফরান রাইস কেক তৈরি করা শিখেছি এবং এটা আমার খুব পছন্দের একটি খাবার কেক।

আমার পছন্দ তাই আপনাদের সঙ্গে এটি শেয়ার করছি আর আমি যে পোশাকটি পরেছি এটিও ইরানি, ওখানকার মেয়েরা পরে থাকে।

যেহেতু ইরানি কেক তৈরি করছি তাই ইরানি পোশাকও পরেছি।

আসলে যখন যে দেশে ঘুরতে যাই, তখন ওখানকার পছন্দের খাবার দেশে এসে রান্না করে খাই।

চিত্রনায়িকা বর্ষা অভিনীত পরবর্তী সিনেমা ‘দিন দ্য ডে’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি।

এতে বর্ষার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক খ্যাতিমান তারকা অনন্ত জলিল। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি বিশিষ্ট খ্যাতিমান নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

আরো পড়ুনঃ তাবলিগ জামাতের বিরুদ্ধে অপপ্রচার মামলা খারিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *