অবাক করার মতো হলেও সত্যি।
1 min read
অবাক করার মতো হলেও সত্যি। ফিটনেস নিয়ে বরাবরই ভীষণ সতর্ক ভারতের খ্যাতিমান তারকা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ৩৯ বছরের এই খ্যাতিমান অভিনেত্রী সন্তান হওয়ার পর কিছুদিনের মধ্যেই ফিটনেস আগের জায়গায় নিয়ে এসেছিলেন।
এতটাই তিনি ফিটনেস সচেতন যে, নিজের শরীরের কোনো অংশেই মেদ জমতে দিতে নারাজ কারিনা কাপুর খান। সেজন্য তিনি প্রতিদিন তার ঠোঁটেরও ব্যায়াম করেন থাকেন। তাও আবার এক বার বা কয়েকবার নয়, ১০০ বার করেন।
কী সেই ব্যায়াম? হ্যাঁ, কারিনা কাপুর খানের প্রিয় পাউট।
জিম সেশনের মাঝেই ছোট্ট একটা বিরতি নিয়ে আয়নার সামনে গিয়ে পাউট করেন এই খ্যাতিমান তারকা। তুলে রাখেন সেলফিও।
সেই সময় টানা ১০০ টা পাউট করে ঠোঁটের মেদও ঝরিয়ে ফেলেন খ্যাতিমান করিনা কাপুর। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সোস্যাল মিডিয়াতে তিনি নিজেই ইনস্টাগ্রামে পাউট করা সেলফি পোস্ট করে এমন দাবি করেছেন এই খ্যাতিমান বলিউড অভিনেত্রী নায়িকা।
লিখেছেন, আমার মনে হয় আমার ঠোঁটের ব্যায়ামই সবচেয়ে বেশি করা হয়। একদিনে অন্তত ১০০ টা পাউট তো আমি করে থাকি।
সোস্যাল মিডিয়াতে কারিনা কাপুর খানের যে কোনো ভিডিওই নজর কাড়ে তার সকল ভক্তদের।
তা সেই জিমে গিয়ে ঘাম ঝরানো হোক কিংবা স্বামী-সন্তানের সঙ্গে ছুটি কাটানো হোক।
কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, এই লকডাউনেও ফিটনেস নিয়ে কোনো কমতি রাখছেন না তিনি।
ট্রেনারের সাহায্য না পেলেও একাই যোগাভ্যাস করছেন। সঙ্গে বাড়ির কাজেও হাত লাগাচ্ছেন তিনি।
কারিনা কাপুর বায়োগ্রাফি
কারিনা কাপুর একজন ভারতীয় বলিউড অভিনেত্রী।
তিনি অভিনেতা রণধীর কাপুর ও ববিতা শিবদাসানির কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। প্রায়ই তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়।
অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়।
কারিনা কাপুর জন্ম গ্রহন করেন ২১ সেপ্টেম্ভর ১৯৮০ সালে ভারতের মুম্বাই শহরে।
এই খ্যাতিমান বলিউড তারকা ২০১২ সালে বলিউডের খ্যাতিমান তারকা সাইফ আলি খানকে বিবাহ করেন।
এই বলিউড খ্যাতিমান তারকা দম্পতির কোল জুড়ে এক সন্তান জন্ম গ্রহন করেন ২০ ডিসেম্ভর ২০১৬ সালে। এই বলিউড দম্পতির সন্তানের নাম রাখেন তৈমুন আলি খান পতৌদি।
বলিউড তারকা আরো খবর জানতে আমাদের খবর পড়ুন।