অপরাধীদের সাথে কোন আপোষ নয়; ওসি রাশেদুল ইসলাম

মোহাম্মদ আব্বাস উদ্দিন :
লোহাগাড়া উপজেলার শান্ত জনপথ অশান্ত করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুসিয়ারী দিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম।
২৮ নভেম্বর মঙ্গলবার মাসিক আইন শৃংখলা বৈঠক উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে ওসি রাশেদুল ইসলাম আরো বলেন- লোহাগাড়া শান্ত রাজপথ ও জনপদকে অশান্ত করা যাবেনা। আমি যোগদান করার পর থেকেই লোহাগাড়াকে শান্ত রাখার জন্য কাজ করে যাচ্ছি। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনকে নিয়ে ষড়ষন্ত্র করলে থানা পুলিশ প্রশাসন কঠোরভাবে দমন করবে। একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার চেষ্ঠা করবে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।নির্বাচনকে সামনে রেখে অরাজকতা চেষ্ঠা করলে যত বড়ই শক্তিশালী হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। চিহ্নিত আসামীদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। এদেশ আমার। এইদেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব । আমি আমার দায়িত্ব ও কর্তব্য থেকে এক কদম পিছপা হয়নি, হবোনা। আমাকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কোন প্রকার ভয়ভীতিকে উপেক্ষা করে আমি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আমি ক্রাইম এবং ক্রিমিনালের সাথে কোন আপোষ করব না । আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমার জায়গায় আমি কঠোর অবস্থানে রয়েছি। এলাকার খারাপ লোকদের কে চিহ্নিত করেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা করুন। লোহাগাড়া কে কিশোরগ্যাং মুক্ত এলাকা হিসেবে রাখতে আমি সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। লোহাগাড়ায় যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনায় জনপ্রতিনিধি হোক, জনপ্রতিনিধির বাইরে হোক তাদের কাউকে ছাড় দিবোনা।
আমি যোগদান করার পর থেকে যানজট নিরসনে কয়েকবার অভিযান চালিয়েছি। যানজট নিরসনে সকলে সহযোগীতা দরকার। তাই সকলের সহযোগীতা নিয়ে অবশ্যই যানজট নিরসনে হবে।নির্বাচনের আগে কোন অনুমতি ছাড়া মাহফিল করা যাবেনা। মাহফিল গুলো নির্বাচনের পরে করার অনুরোধ জানান।

মন্তব্য করুন